ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে | Daily Chandni Bazar ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২২ ১৫:৪৫
ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে
অনলাইন ডেস্ক

ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

 

৬৩ বছর বয়সী সীতারামনকে একটি প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়েছে। তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রুটিন-চেকআপের জন্য তিনি ভর্তি আছেন।

তবে ভারতের অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আগামী ১ ফেব্রুয়ারি ফেডারেল বাজেট উপস্থাপনের কয়েক সপ্তাহ আগে তার হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেলো। ২০২৪ সালে গ্রীষ্মে একটি সাধারণ নির্বাচনের আগে পুরো বছরের চূড়ান্ত বাজেট এটি, এমন ধারণা করা হচ্ছে।

সীতারামন, ২০১৯ সালে প্রায় পাঁচ দশকের মধ্যে দেশের প্রথম নারী অর্থমন্ত্রী হন। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে চাঙা করার জন্য বিচক্ষণতার সঙ্গে কঠিন লড়াই করছেন তিনি।

সূত্র: ব্লুমবার্গ, পিটিআই

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..