মেট্রোরেল দেখতে স্টেশনের বাইরে উৎসুক জনতা | Daily Chandni Bazar মেট্রোরেল দেখতে স্টেশনের বাইরে উৎসুক জনতা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ১৪:০৪
মেট্রোরেল দেখতে স্টেশনের বাইরে উৎসুক জনতা
অনলাইন ডেস্ক

মেট্রোরেল দেখতে স্টেশনের বাইরে উৎসুক জনতা

নগরবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হয়েছে গতকাল। আজ (২৯ ডিসেম্বর) জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাইতো ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত মানুষ। মেট্রোরেল দেখতে অনেকেই ভিড় করেছেন স্টেশনের বাইরে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের বাইরে এমনই দৃশ্য চোখে পড়ে।

বৃহস্পতিবার সকাল ৮টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো সকাল ৮টা ১৫ মিনিটে উত্তর উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ যাত্রীদের।

যানজটের নগরী ঢাকায় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে বুধবার (২৮ ডিসেম্বর)। এদিন বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণকাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়।

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলে মেট্রোরেল। বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন