সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সম্প্রতি ইরান সম্পর্কিত স্থপনায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সিরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভোর রাতের দিকে বিমানবন্দরে আঘাত হানে। ইসরায়েলের টাইবেরিয়াস লেকের দিক থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
দামেস্কের দক্ষিণাঞ্চলেও হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার দুই সেনা সদস্য নিহত হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা।
আঞ্চলিক দুইটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিমানবন্দরের কাছে ইরানের কুদস ফোর্সের ঘাঁটিতে ইসরালের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও এইসব হামলার দায় স্বীকার করে না দেশটি।
সিরিয়ায় যুদ্ধ চলছে প্রায় ১১ বছরের বেশি সময় ধরে। দেশটির বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো বাশার আল-আসাদবিরোধী। তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশ।
২০১১ সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়েছিল তার সুরাহা হয়নি এখনো। জাতিসংঘের তথ্য বলছে, ২০২২ সালেরর শুরুর দিকে সিরিয়ার ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রায় ৫ লাখ সিরীয় শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ সিরীয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন