শাজাহানপুরের খরনায় ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেণ্ট’র উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরের খরনায় ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেণ্ট’র উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ০৩:২১
শাজাহানপুরের খরনায় ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেণ্ট’র উদ্বোধন
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরের খরনায় ‘চেয়ারম্যান 
ফুটবল টুর্নামেণ্ট’র উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বনভেটী আনোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেণ্ট’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উদ্বোধনী ম্যাচে নন্দীগ্রামের বিজরুল ব্রাইট স্টার ক্লাবকে ৫-২ গোলে হারিয়ে বগুড়া শহরের গালাপট্টিস্থ সাজ্জাদ ফুটবল একাডেমি বিজয়ী হয়। 
খরনা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী। টুর্নামেন্ট কমিটির সভাপতি রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য জাহিদুর রহমান, মাজেদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পল্লী ওমর ফারুক, রাসেল আমিন প্রমুখ।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন