জয়পুরহাটে গাঁজাসহ আটক ২ | Daily Chandni Bazar জয়পুরহাটে গাঁজাসহ আটক ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ০৩:২৫
জয়পুরহাটে গাঁজাসহ আটক ২
জয়পুরহাট ব্যুরো:

 জয়পুরহাটে গাঁজাসহ আটক ২

জয়পুরহাটে ৩কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সোমবার ভোরে পাঁচবিবি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন: জেলার পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের আবু তাহেরের ছেলে মামুনুর রশিদ (৩৫), লুৎফর রহমানের  ছেলে মাহফুজুর রহমান (২৭)।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেন।  পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন