ধুনটে যমুনা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার | Daily Chandni Bazar ধুনটে যমুনা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ০১:২২
ধুনটে যমুনা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে যমুনা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বৃদ্ধ হায়দার আলীর (৬৫) মৃতদেহ একদিন পর উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (৩ জানুয়ায়ি) সকাল ১০টার দিকে ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান স্পারের যমুনা নদী থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হায়দার আলী গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ হায়দার আলী সোমবার (২জুানয়ারি) দুপুরের দিকে বানিয়াজান স্পারের উত্তরপাশের যমুনা নদীতে গোসল করতে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নদীর পাড়ে লুঙ্গি, গামছা ও শাবান পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ফিরে যায়।

পরদিন মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় লোকজন আবারো নদীতে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে সকাল ১০টার দিকে বৃদ্ধ হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন