গাবতলীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার | Daily Chandni Bazar গাবতলীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ০১:২৫
গাবতলীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে অজ্ঞাতনামা 
এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সকালে পৌরসভাধীন সোন্দাবাড়ী মাদ্রাসা মোড় গাবতলী-সারিয়াকান্দী পাকা সড়কের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ২রা জানুয়ারী সোমবার রাতে সোন্দাবাড়ী দারুল হাদিস রাহমানিয়া ও এতিমখানার উন্নয়নকল্পে ঈদগাহ মাঠে ইসলামি জালসা ছিলো। ওই জালসায় দুর দূরান্ত থেকে হাজারো মুসল্লীর সমাগম ঘটে ছিলো। কিন্তু মঙ্গলবার ভোর সকালে স্থানীয় লোকজন রাস্তার উপর একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে গাবতলী মডেল থানার এস.আই জহুরুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত ব্যক্তিটির মাথা, মুখ-মন্ডল ও বুক থেতলে গেছে। অনেকের ধারনা, ভোর রাতে সারিয়াকান্দি থেকে আসা বালু বোঝাই ট্রাকচাপায় এই ব্যক্তির মৃত্যু হতে পারে। লাশটি থানার আনার পর পরিচয় সনাক্ত করার জন্য পিবিআই কর্মকর্তারা এসে মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার ভোর ৫টায় সোন্দাবাড়ী মাদ্রাসা মোড়ে যানবাহন দ্বারা দূর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই ৩৫বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এরপর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, গত ৩১ডিসেম্বর/২২ সকালে পৌরসভাধীন ভবের বাজার এলাকায় বগুড়া থেকে লালমনিহাটগামী ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছিল। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন