গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর ৬৫হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর ৬৫হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ০১:৩১
গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর ৬৫হাজার টাকা জরিমানা
একটি সিলগালা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর 
৬৫হাজার টাকা জরিমানা

বগুড়ার গাবতলীতে ৫টি ফার্মেসীতে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে একটি ফার্মেসী সিলগালা ও রেজিষ্ট্রেশন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লাসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জরিমানা আদায় করা ফার্মেসীগুলো হলো পৌর সদরের হাসপাতাল রোড়ের প্রামানিক ফার্মেসীর ৩০হাজার টাকা, রহমান ফার্মেসীর ২০হাজার টাকা, মাহিন ফার্মেসীর ১০হাজার টাকা, খোকন ফার্মেসীর ৩হাজার এবং রামেশ্বরপুরে কাজল ফার্মেসীর ২হাজার টাকা। এরমধ্যে মেহেরুজ্জামান মেহেরের প্রামানিক ফার্মেসী সিলগালা করা হয়। এ ব্যাপারে ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ৫টি ফার্মেসীর মোট ৬৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে প্রামানিক ফার্মেসী সিলগালা ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন