
"রোগ সম্পর্কে জানব, সুস্থ জীবন গড়ব " স্লোগান কে সামনে রেখে রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ দেয়ার লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়াতে চালু হলো স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ কেন্দ্র । হাসপাতালে ইনডোরে চিকিৎসারত ও বহির্বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রোগ সম্পর্কে ধারণা দেওয়া, নিয়ম কানুন শেখানো, করণীয় ও বর্জনীয় বিষয় জানানো, চলমান চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া, হাতে কলমে ইনহেলার নেওয়া শিখানো, ইনসুলিন নেওয়া শিখানো, রোগ সম্পর্কিত লিফলেট বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অত্র হাসপাতালের মেডিসিন বিভাগ কর্তৃক এই কার্যক্রম গ্রহণ করা হয়। এই কার্যক্রম চালু উপলক্ষে মঙ্গলবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান। মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. রফিকুল ইসলাম (মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট ডা. মাফরুহা জাহান (গাইনি), কনসালট্যান্ট ডা. মো. আজিজুল হক (মেডিসিন), কনসালট্যান্ট ডা. সৈয়দ মাহবুব হোসেন (মেডিসিন), কনসালট্যান্ট ডা. মুহাম্মদ রুহুল আমিন (কার্ডিওলজি), কনসালট্যান্ট ডা. শারমিন আফরোজী (শিশু), কনসালট্যান্ট ডা. রোখসানা শারমিন ( সার্জারি), কনসালট্যান্ট ডা. অক্ষয় কুমার রায় (চক্ষু), আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিক আমিন কাজল ও ডা. এ কে এম খায়রুল বাশার, বিভিন্ন বিভাগের সহকারী রেজিস্ট্রার, মেডিক্যাল অফিসার, নার্সিং কর্মকর্তা, ম্যাটস ইন্টার্নি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, রোগী ও রোগীর আত্মীয়স্বজন। উপস্থিত সবাই এই কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন, এতে রোগীদের সাথে চিকিৎসকদের দুরত্ব কমবে ও রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবে বলে মনে করছেন। আপাতত প্রতি মঙ্গলবার এই কার্যক্রম চললেও ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তপক্ষ। এই কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে ও রোগীদের মাঝে স্বতস্ফূর্ত অংশগ্রহণের প্রবণতা বাড়াতে বেশি বেশি প্রচারের লক্ষ্যে প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন