ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২৩:১৮
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের 
৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি। 

ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের আয়োজিত এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, আহসান হাবিব, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজললু হক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সহ-সভাপতি হাদিউজ্জামান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন