নন্দীগ্রামে সিসি ক্যামেরার আওতায় ভূমি অফিস | Daily Chandni Bazar নন্দীগ্রামে সিসি ক্যামেরার আওতায় ভূমি অফিস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২৩:২৪
নন্দীগ্রামে সিসি ক্যামেরার আওতায় ভূমি অফিস
অফিসে বসেই সেবা প্রদান করছে সহকারী কমিশনার
ফজলুর রহমান.নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে সিসি ক্যামেরার আওতায় ভূমি অফিস

নন্দীগ্রামে সিসি ক্যামেরার আওতায় (ভূমি) অফিস, অফিসে বসেই সেবা প্রদান করছে সহকারী কমিশনার রায়হানুল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায়। অফিসে বসেই সেবা প্রদান করছে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিসনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম। তার সাথে আলাপকালে তিনি এই প্রতিনিধিকে জানান, গত ২৮-০৮-২১ ইং তারিখে তিনি নন্দীগ্রাম উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর থেকেই অফিসের সার্বিক-কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করেন। এর মধ্যে নামজারি ও জমা খারিজের ফি সংক্রান্ত বিষয়ে নন্দীগ্রাম সদর সহ ৫টি ইউনিয়নে বিভিন্ন হাটবাজারে সরকারের নির্ধারিত ফিএর অতিরিক্ত টাকা জনগনকে অফিসে না দেওয়ার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং  করেন। তার অফিসে সাধারণ মানুষের বসার সুবিধার জন্য আসবাব পত্রের ব্যবস্থা করেন। পুরো (ভুমি) অফিস সাজসজ্জা করে রুচিশীল পরিবেশের সৃষ্টি করেন। অফিসের সামনে পরিত্যাক্ত যায়গায় ফুল ও ফলের বাগান তৈরি করে অফিসের সুন্দর্য বৃদ্ধি করেন। বিশেষ করে (ভূমি) সেবা সাধারণ মানুষের দারপ্রান্তে পৌছে দিবার জন্য নন্দীগ্রাম উপজেলা (ভূমি) অফিস সহ ৫টি ইউনিয়ন ভূমি অফিসে আইপি সিসি ক্যামেরার আওতায় এনে শতভাগ ডিজিটাল (ভূমি) সেবা প্রদান করা হচ্ছে। তিনি ভূমি অফিসে বসে ৫ টি ইউনিয়নের (ভূমি)  অফিসের কার্যক্রম তদারকি করছেন। তাছাড়া আগত সেবা প্রত্যাশিত মানুষের সাথে ক্যামেরার মাধ্যমে তাদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধার কথা আদান প্রদান করছে। তিনি আরো বলেন, স্থানীয় নায়েবদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন (ভূমি)  অফিসে গিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে তার সাথে কথা বলা যাবে। বর্তমানে উপজেলা (ভূমি) অফিসার রায়হানুল ইসলাম সকল অনিয়ম ও দূর্নিতির উর্দ্ধে ধেকে সাধারণ মানুষের জন্য (ভূমি) সেবা নিশ্চিত করে যাচ্ছেন। এই অফিসে দুর্নীতি ও দালাল মুক্ত করার জন্য এপদক্ষেপ হাতে নিয়েছে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন