দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ২২:৫২
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এসআই বকুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০০পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার মৃত অছির উদ্দিন প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক(৩৩) ও সদর ইউনিয়নের বড়ধাপ এলাকার আনছের আলীর ছেলে মহিদুল ইসলাম(৩২)। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন