গাবতলীতে ১’শ ১০শতক জমির সরিষা বিনষ্টের অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে ১’শ ১০শতক জমির সরিষা বিনষ্টের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ২২:৫৪
গাবতলীতে ১’শ ১০শতক জমির সরিষা বিনষ্টের অভিযোগ
অনলাইন ডেস্ক

গাবতলীতে ১’শ ১০শতক জমির
 সরিষা বিনষ্টের অভিযোগ

বগুড়ার গাবতলীতে শত্রুতা করে ১’শ ১০শতক জমির সরিষার আবাদ বিনষ্ট করে ফেলেছে প্রতিপক্ষরা। গত ৮জানুয়ারী দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত আকরাম হোসেন মন্ডলের ছেলে সাখাওয়াত হোসেন মন্ডল তার নিজ দখলীয় ১’শ ১০শতক আবাদী জমিতে সরিষা চাষ করেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে গত  ৮জানুয়ারী দুপুর ২টায় প্রতিপক্ষরা দলবল নিয়ে ফিল্মীষ্টাইলে বড় ট্রাক্টর চালিয়ে সরিষার আবাদ বিনষ্ট করে অনুমান দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ সময় বাধা দিতে আসলে ওই  প্রতিপক্ষরা সাখাওয়াতকে চাকু ও দা নিয়ে প্রাণে মেরে ফেলার জন্য তেড়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী  সাখাওয়াত হোসেন মন্ডল বাদী হয়ে ঘটনার রাতেই বালিয়াদিঘী ইউনিয়নের সোনামুয়া গ্রামের মৃত নঈম উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রশিদ বাঘাকে প্রধান করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য বাগবাড়ী ফাঁড়ীর এস.আই আবু হাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন