নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আটক | Daily Chandni Bazar নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ২২:৫৭
নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আটক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আটক

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সাবেক উপজেলা যুবলীগের সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম (৫০) কে আটক করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে সাবেক উপজেলা যুবলীগের সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম ওই গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুইবছর ধরে ধর্ষণ করে আসছে। আজ সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়িতে ধর্ষণে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসী তাকে আটক করে। পরে থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। ওই ছাত্রী জানায়, আমাকে বিয়ের কথা বলে অনেক বার ধর্ষন করেছে আব্দুস সালাম। আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। সেটিও নষ্ট করায় সে। বিয়ের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকাও সে নিয়েছে। আমি এর বিচার চাই। নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। মামলার পস্তুতি চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন