গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়া শ্রমিক উদ্ধার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়া শ্রমিক উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২৩:৩৪
গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়া শ্রমিক উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়া শ্রমিক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাজ করতে গিয়ে সেফটি ট্যাংকের মাটি ধসে ১০ ফুট নিচে চাপা পড়েন বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিক। আধা ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাবুল মিয়া শ্রমিক হিসেবে ইট উঠানোর কাজ করছিলেন বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে বাবুল মিয়ার বাড়িতে। হঠাৎ পাশের একটি সেফটি ট্যাংকের পাশের মাটি ধসে প্রায় ১০ ফুট মাটির নিচে চাপা পড়েন তিনি। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মি সত্যজিৎ রায়, মোখলেছুর রহমান, আতিকুর রহমান, মাসুদুর রহমান, ফরহাদ, সৌরভ, সুমন ইসলাম আধা ঘন্টা চেষ্টার পর মাটি সরিয়ে বাবুল মিয়াকে জীবিত উদ্ধার করেন। পরে বাবুল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন