শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী | Daily Chandni Bazar শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৩ ২২:৪৭
শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী

বগুড়ার শিবগঞ্জের গণমানুষের প্রিয় পত্রিকা সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের সাহসী সংবাদ পত্র সাপ্তাহিক তৃণমূল বার্তার ১২ বছরে পদার্পণ করায় মঙ্গলবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঠক ও সুধিবৃন্দদের সঙ্গে আলোচনা সভা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক, যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক সাহবুদ্দিন শিবলী, পৌর আওয়ামী সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, বিশিষ্ট ঠিকাদার মাহবুবুর রহমান মতি, সাংবাদিক পবন রায়, আব্দুর রউফ রুবেল। অনুষ্ঠান শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সিনিয়র সাংবাদিক প্রদীপ মোহন্ত ও কলামিষ্ট নবী নাজমুল হক তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন