নন্দীগ্রামে সরকারি পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে সরকারি পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৩ ২২:৪৮
নন্দীগ্রামে সরকারি পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে সরকারি পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাস পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৪ জানুয়ারি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামের খোরশেদ আলমের ছেলে হাফিজার রহমান এবং তার ছেলে ও সহযোগিরা মিলে টাকুরাই মৌজার সরকারি খাস খতিয়ানভূক্ত বড়পুকুরপাড়ের ৬টি কড়ই গাছ, ২টি খেজুর গাছ ও ৩টি পাইকড় গাছ কেটে বিক্রয় করে আনুমানিক ৮০ হাজার টাকা আত্মসাত করে। এ ঘটনায় টাকুরাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠে। টাকুরাই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গাছ কেটে অর্থ আত্মসাতের বিষয়ে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগেও তারা সরকারি রাস্তার গাছ কেটে বিক্রয় করে অর্থ আত্মসাত করে। আমরা এর বিচার চাই। এ জন্যই উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন