গাবতলীতে বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত | Daily Chandni Bazar গাবতলীতে বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৩ ২৩:০০
গাবতলীতে বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে বসতবাড়ী
আগুনে পুড়ে ভষ্মিভূত

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ী পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত বুধবার রাত অনুমান ২টায় উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে শহিদুল ইসলাম (৩২) স্ত্রী-সন্তান নিয়ে একটি টিনসেট ঘরে বসবাস করে আসছিল। গত বুধবার শহিদুল ইসলাম কর্মের সুবিধার্থে বাহিরে অবস্থান করছিল এবং তার স্ত্রী-সন্তান বাড়ীতে কেউ না থাকায় একই গ্রামে শ্বশুর বাড়ী হওয়ায় সেখানে রাত্রী যাপন করছিল। শহিদুল জানান, রাত অনুমান ২টায় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন টের পায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে একটি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন