গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৩ ২৩:০৪
গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

গাবতলীতে ভেকু মেশিন
দিয়ে মাটি কাটায় ১লাখ
টাকা জরিমানা

বগুড়ার গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় মালিকের ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার নেপালতলী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামে গত বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের এটিএম সাজ্জাদ হোসেন (৫০) নিজ জমি থেকে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেকু মেশিন জব্দ করে। এ সময় জমি মালিকের ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন