পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার ৬ | Daily Chandni Bazar পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ১৫:০৭
পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার ৬
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার ৬

অনুপ্রবেশ সমস্যা নিয়ে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। কয়েক মাস পরপরই রাজ্যের কোনো না কোনো জেলা থেকে অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটে।

এবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশন থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পরিচয়পত্র। যেখানে ঠিকানা হিসেবে আলিপুরদুয়ারের কালচিনি এলাকার কথা উল্লেখ করা আছে। গ্রেফতারদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।

আলিপুরদুয়ারের পুলিশ সূত্রে জানা গেছে, মেঘালয় সংলগ্ন বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা আগরতলায় প্রবেশ করেছিল। সেখান থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠে। এরপর তারা নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামে। সেখান থেকে চলে যায় আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশনে। সেখানে তাদের চলাফেরায় সন্দেহ মনে হলে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) জাওয়ানরা তাদের জিজ্ঞাবাসাদ করে।

জিজ্ঞাসাবাদের তাদের কথায় অসঙ্গতি পাওয়ার পর গ্রেফতার করা হয়। পরে তাদের আলিপুরদুয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ আছে কি না, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে তারা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারী কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন