
বগুড়া সদরের নামুজায় নিনজা স্টাইলে এক গরু ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সদরের নুনগোলা ইউপির বাগইল গ্রামের মৃত মাহমুদ ফরিরের পুত্র গরু ব্যবসায়ী ফজলার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দুপচাঁচিয়া ধাপের হাটে গরু বিক্রি করে। নামুজা টেংরা বাজারে তার ব্যবসায়ী পাটনারের সঙ্গে হিসাব নিকাশ করে রাত অনুমান সাড়ে ৭টায় নামুজা বাংলা বাজার ধর্মপুর হয়ে নিজবাড়ী বাগইল যাবার পথে মধ্যে টেপাগাড়ী নামকস্থানে নিনজা স্টাইলে মুখশপড়া ৪-৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারীর দল ওই গরু ব্যবসায়ীকে এলাপাতারীভাবে চাকুদিয়ে ক্ষবিক্ষত করে ও তার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত গরু ব্যবসায়ী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছেন। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার নামুজা প্রতিনিধিকে জানান, বিষয়টি অবগত আছি পুলিশের কাজ চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন