গৃহবধূকে গণধর্ষণের পর মাথা ফাটিয়ে যখম করেছে সংঘবদ্ধরা | Daily Chandni Bazar গৃহবধূকে গণধর্ষণের পর মাথা ফাটিয়ে যখম করেছে সংঘবদ্ধরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ২৩:৩৭
গৃহবধূকে গণধর্ষণের পর মাথা ফাটিয়ে যখম করেছে সংঘবদ্ধরা
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

গৃহবধূকে গণধর্ষণের পর মাথা ফাটিয়ে যখম করেছে সংঘবদ্ধরা

বগুড়ার শেরপুরে গভীর রাতে এক ৩০ বছর বয়সী এক গৃহবধুকে গণধর্ষণের পর মাথা ফাটিয়ে যখম করেছে সংঘবদ্ধরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শৌচাগারের উদ্দেশ্যে ঘরের বাইরে গেলে পূর্বপরিকল্পনা মোতাবেক ওঁত পেতে থাকা ৪-৫ জন মিলে ওই গৃহবধুর মুখ চেপে ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। তবে তাদের মধ্যে মান্নান নামের একজনকে চিনতে পারলে মান্নান সহ তার সহযোগীরা গৃহবধূর মাথায় আঘাত করে। এতে তার মাথার কিছু অংশ ফেটে রক্তাক্ত জখম হয়।
গৃহবধু জানান, ধর্ষক লম্পট আব্দুল মান্নান একই এলাকার মৃতঃ জব্বার হোসেনের ছেলে। তবে বাকীদের চিনতে পারেনি বলে জানান তিনি।
এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মরত চিকিৎসক বলেন, গৃহবধুর আঘাতের কারণে তার মাথা ফেটে গেছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) পাঠানো হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ভিকটিমকে মেডিকেলে চিকিৎসার পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন