নন্দীগ্রামে প্রতি পক্ষের মারপিটে মহিলা সহ আহত-২ | Daily Chandni Bazar নন্দীগ্রামে প্রতি পক্ষের মারপিটে মহিলা সহ আহত-২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৩ ২২:৩৭
নন্দীগ্রামে প্রতি পক্ষের মারপিটে মহিলা সহ আহত-২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে প্রতি পক্ষের মারপিটে মহিলা সহ আহত-২

বগুড়ার নন্দীগ্রামে প্রতি পক্ষের মারপিটে মহিলা সহ ২ জন  আহত হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার কহুলী তাল পুকুর গ্রামের  মৃত মজিদ এর ছেলে সোনাউল্লাহ ও ভায়রাগন তার শশুরের ৩৩ শতক ভিটা-জমি দলিল মূলে বের করে নিয়ে ভোগ দখল করে আসছিলো। এক পর্যায়ে গত শুক্রবার ১১টায় উক্ত জমিতে গাছ কাটার জন্য গেলে তার প্রতি পক্ষ কহুলী তালপুকুর গামের বাবু প্রামানিক আঙ্গুর হোসেন, আশরাফুল, নজরুল ইসলাম, বিল্পব প্রামানিক, ফজলুর রহমান, ও শেরপুর উপজেলার  বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেন, লাটি সোটা নিয়ে প্রথমে গালি গালাজ ও পরে এলোপাথারি কিলঘুষি লাত্তি সহ নানা  ভাবে মারপিট করে। এসময়  সোনাউল্লাহর স্ত্রী রাহিলা তাকে আগাইতে এলে রহিলাকেও বেদম মারপিট করে গুরুতর আহত করলে নজরুল ও মোজাম এসে রাহিলাকে  উদ্ধার করে বীজরুল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তী করে দেয়। সোনাউল্লাহ এই প্রতিনিধিকে জানান, তার প্রতিপক্ষগন তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি প্রদান করছে, এমনকি প্রাণ নাশ করবে বলে হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, বলেন, অভিযোগ পেয়েছি  ব্যাবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন