শাজাহানপুরে গোহাইলে শেখ ফজলুল হক মণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে গোহাইলে শেখ ফজলুল হক মণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ২১:৩৮
শাজাহানপুরে গোহাইলে শেখ ফজলুল হক মণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
উদ্বোধনী ম্যাচে শালিখা টাইগার ক্লাবের বিজয়
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে গোহাইলে শেখ ফজলুল 
হক মণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র স্মরণে বগুড়ার শাজাহানপুরের গোহাইলে ফুটবল টুর্ণামেণ্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। 
উদ্বোধনী ম্যাচে খরনা ইউনিয়নের অঘোমাঝি সবুজ সংঘ কে ৫-৪ গোলে হারিয়ে গোহাইল ইউনিয়নের শালিখা টাইগার ক্লাব বিজয় অর্জন করে। টুর্নামেণ্টের আয়োজক উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন, যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, গোহাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, যুবলীগ নেতা রেজাউল করিম খান মহব্বত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেণ্টের সহযোগি রাকিব, লিটন, আশিক, রকি, সুমন, আনারুল, সনি প্রমুখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন