
বগুড়ায় শূন্য হওয়া দুই আসনের উপনির্বাচনে প্রার্থীদের সোমবার সকালে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম দলীয় ও স্বতন্ত্র সকল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন ৬ জন প্রার্থী যাদের মাঝে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, লাঙ্গল প্রতীকে লড়বেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, মশাল প্রতীকে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক ইমদাদ, মাছ প্রতীকে গণফ্রন্টের মো. আফজাল হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. নজরুল ইসলাম এবং গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক নির্বাচন করছেন। এছাড়াও এই আসনে দুই জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আপেল প্রতীক পেয়েছেন মাছুদুর রহমান হেলাল এবং সদর আসনে আলোচিত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ট্রাক প্রতীক।
এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে লড়বেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. তাজ উদ্দীন মন্ডল ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. আব্দুর রশিদ সরদার। এই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান সিদ্দিকী জুয়েল পেয়েছেন কুড়াল প্রতীক।
প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ প্রমুখ।
উল্লেখ্য, বগুড়ার শূন্য হওয়া দুই আসনে মোট ২২ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ৮ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ১১ প্রার্থীর নাম বাতিল করা হয়। পরে আপিল করায় ১৫ জানুয়ারি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দুইজনের মনোনয়ন বৈধতা দেয় নির্বাচন কমিশন। কিন্তু দুই আসনেই নির্বাচন প্রত্যাশী হিরো আলমের মনোনয়নের অবৈধতা বহাল রাখা হয়। পরিপ্রেক্ষিতে হিরো আলম হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন মর্মে সর্বশেষ জানা গেছে। এদিকে ঘোষিত তফসীল অনুযায়ী- শূন্য হওয়া আসনগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হবে আগামী পহেলা ফেব্রুয়ারি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন