৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩ ১৫:৩০
৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন জায়গায় ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, দেশের মানুষ সঠিক চিকিৎসা পাক। এটা ফ্রি করে দিচ্ছি।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ হাজার শয্যার করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারে প্রত্যেককে যত্নবান হতে হবে।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় উদ্বোধন করা কমিউনিটি সেন্টারগুলো হলো: মিরসরাই কমিউনিটি ভিশন সেন্টার, ফটিকছড়ি কমিউনিটি ভিশন সেন্টার, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী কমিউনিটি ভিশন সেন্টার, পেকুয়া কমিউনিটি ভিশন সেন্টার, উখিয়া কমিউনিটি ভিশন সেন্টার, কাপ্তাই কমিউনিটি ভিশন সেন্টার, রাঙ্গুনিয়া কমিউনিটি ভিশন সেন্টার, পটিয়া কমিউনিটি ভিশন সেন্টার, সাতকানিয়া কমিউনিটি ভিশন সেন্টার, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাশঁখালী কমিউনিটি ভিশন সেন্টার, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটহাজারী কমিউনিটি ভিশন সেন্টার, চকরিয়া কমিউনিটি ভিশন সেন্টার, রুমা কমিউনিটি ভিশন সেন্টার, রামগড় কমিউনিটি ভিশন সেন্টার, আনোয়ারা কমিউনিটি ভিশন সেন্টার, রাউজান কমিউনিটি ভিশন সেন্টার ও চন্দনাইশ কমিউনিটি ভিশন সেন্টার।

বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় উদ্বোধন করা কমিউনিটি ভিশন সেন্টারগুলো হলো: বাকেরগঞ্জ কমিউনিটি ভিশন সেন্টার, গৌরনদী কমিউনিটি ভিশন সেন্টার, বাউফল কমিউনিটি ভিশন সেন্টার, গলাচিপা কমিউনিটি ভিশন সেন্টার, কলাপাড়া কমিউনিটি ভিশন সেন্টার, উজিরপুর কমিউনিটি ভিশন সেন্টার, বানারীপাড়া কমিউনিটি ভিশন সেন্টার, আগৈলঝাড়া কমিউনিটি ভিশন সেন্টার, দশমিনা কমিউনিটি ভিশন সেন্টার, বোরহানউদ্দীন কমিউনিটি ভিশন সেন্টার, চরফ্যাশন কমিউনিটি ভিশন সেন্টার, মুলাদী কমিউনিটি ভিশন সেন্টার, ভান্ডারিয়া কমিউনিটি ভিশন সেন্টার, নেছারাবাদ কমিউনিটি ভিশন সেন্টার, মঠবাড়িয়া কমিউনিটি ভিশন সেন্টার, রাজাপুর কমিউনিটি ভিশন সেন্টার, লালমোহন কমিউনিটি ভিশন সেন্টার, আমতলী কমিউনিটি ভিশন সেন্টার, পাথরঘাটা কমিউনিটি ভিশন সেন্টার, নলছিটি কমিউনিটি ভিশন সেন্টার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন