শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা | Daily Chandni Bazar শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ২২:৪৮
শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম সমাজসেবা অধিদপ্তরের আওতায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। 
বৃহস্পতিবার আলিয়ারহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রধান অতিথির রাখেন প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বগুড়া জেলা বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ মোঃ কাউছার রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার উপ-পরিচালক ইফ্ফাত তাসলিমা মুনিয়া, সহকারি পরিচালক ছানাউল ইসলাম। উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন