দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্বোধন | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৩ ২২:৫২
দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্বোধন

বগুড়ার সুনামধন্য প্রতিষ্ঠান উদয়ন একাডেমী এর দুপচাঁচিয়া শাখার উদ্বোধন উপলক্ষে মেধা বৃত্তি পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০জানুয়ারি শুক্রবার বিয়াম স্কুলের সামনে এ একাডেমীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। এ উপলক্ষে এক আলোচনা সভা উদয়ন একাডেমীর পরিচালক এম আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আরিফ এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়ার জীব বিজ্ঞান প্রাইভেট প্রোগ্রাম এর পরিচালক তাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, ব্যবসায়ী আব্দুল হান্নান প্রমুখ। উদ্বোধন উপলক্ষে একাডেমির উদ্যোগে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১হাজার ২’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন