
গতকাল বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছায় ওয়ালিউল হক বিলু মাষ্টার স্মৃতি সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার। জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান পৃষ্টপোষকায় ছিলেন সমাজসেবক আলী আজম। বিশেষ অতিথি ছিলেন মরহুমের সহধর্মিনী আয়নুন নাহার, সমাজসেবক আইনুল হক বিদ্যুৎ ও ইসরাফিল হোসেন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ রনজু। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা মুন পাইকার। সাবির্ক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম সুফল। খেলা পরিচালনায় ছিলেন রবিউল ইসলাম ভূট্্েরা। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।