বগুড়ায় জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ২২:৩৪
বগুড়ায় জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল 
সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার মোমো ইন হোটেলে ‘জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিআরডি) উক্ত কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, ২০২৬ সালের মধ্যে শতভাগ আর্থিক অর্ন্তভুক্তি বাস্তবায়নের জন্য আর্থিক সেবা খাতে লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আর্থিক সকল ধরণের সেবা পাওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করতে পারলেই এনএফআইএস-বি -এর লক্ষ্যসমূহ অর্জন এবং ভিশন-২০৪১ অর্জন সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেন। ২০২৬ সালের মধ্যে সকল পূর্ণ বয়স্ক মানুষকে আর্থিক অর্ন্তভুক্তি’র মধ্যে নিয়ে আসা এবং জাতীয় অর্ন্তভুক্তি কৌশল (এনএফআইএসবি) বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করা। কর্মশালার লক্ষ্য ছিল আর্থিক অর্ন্তভুক্তির ক্ষেত্রে নারীরা কেন পিছিয়ে তা খুঁজে বের করা। যাতে টেকসই উন্নয়ন সম্ভব হয়। একই সঙ্গে সেবা প্রদানকারীরা আরও বেশি নারীদের সেবা দানের ক্ষেত্রে অধিকতর সহায়ক হবেন। জেন্ডার গ্যাপ ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুসান (জিজিআইএফআই) প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন সিআরডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ মোকলেসুর রহমান। 
নারীদের আর্থিক সেবায় অর্ন্তভুক্তি শীর্ষক অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। বক্তব্য রাখেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) এবং বিআইবিএম-সিআরডি প্রকল্পের স্টাডি টিম লিডার ড. শাহ্ মোঃ আহসান হাবীব। বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) এবং পরিচালক (ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট) মোঃ নেহাল আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সানজিদা আক্তার, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, হ্যাপী প্যারেন্টিং প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী রুবাইয়া আক্তার। উক্ত অনুষ্ঠানে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, বিআইবিএম-এর অনুষদসদস্যগণ অংশগ্রহণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন