ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই | Daily Chandni Bazar ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৬:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজে সরকারি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আমাদের কাছে এইটুকু তথ্য আছে যে, সরকারি কোনো বাহিনী এটা করেনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিপোর্ট দিতে বলেছিলাম যে সেখানে আসলে কি ঘটেছে। তারা বৈঠক করেছেন। প্রথমে ওই প্রার্থীকে লোকেট করা গিয়েছিল। কিন্তু মোবাইল বন্ধ থাকায় পরে আর তাকে লোকেট করা যায়নি। চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাকে খুঁজে পেলে সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে হাজির করতে।

নিখোঁজ ওই প্রার্থীর ভিডিওয়ের বিষয়ে তিনি বলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে যে নিউজ এসেছে তাতে মনে হয় এটি তার আগের পরিকল্পনা ছিল। পুরোটা জানা যাবে তাকে খুঁজে পাওয়া গেলে।

কেউ যদি ইচ্ছায় লুকিয়ে থাকেন, তাহলে তাকে খুঁজে পাওয়া কঠিন বলে জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

এ বিষয়ে আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের সংবাদ দেখেছি। এটা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। আসলে কি ঘটেছে সেটি জানাতে ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়।

আবু আসিফ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। গত শুক্রবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন