নাম ভিন্ন হলেও এতে বিদ্যমান মাদক ফেনসিডিলের সব উপাদান। রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ারের সামনে ভিন্ন নামে ওই ফেনসিডিল বিক্রির দায়ে মো. রাশেদুল মোমেন রানা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১৫ বোতল মাদক।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ভিন্ন নামে ফেনসিডিল বিক্রির সময় রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের সামনে থেকে মো. রাশেদুল মোমেন রানাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে জব্দ করা হয় এসব মাদক। বোতলের গায়ে ভিন্ন নাম লেখা থাকলেও তাতে উপাদান হিসেবে কোডিন ফসফেট লেখা, যা ফেনসিডিলের উপাদান হিসেবেই ব্যবহৃত হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, বাংলাদেশে ওই মাদক এখনো সেভাবে প্রচলিত হয়নি। নাম ভিন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার ঝুঁকি কম। তাই দিনাজপুর সীমান্ত থেকে এসব মাদক এনে তিনি ঢাকায় বিক্রি করেন।
গ্রেফতার রানা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন