গাবতলীতে ২’শ ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার | Daily Chandni Bazar গাবতলীতে ২’শ ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:০১
গাবতলীতে ২’শ ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
আটক-১
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ২’শ ৯৩ বোতল
 ফেন্সিডিল উদ্ধার

গাবতলীতে ২’শ ৯৩ বোতল ফেন্সিডিলসহ একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে বগুড়ার র‌্যাব-১২। এ ঘটনায় হাতেনাতে আটক করা হয়েছে জাহিদ হাসান (২৩) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে। আটককৃত জাহিদ হাসান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জলখা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। 
জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার র‌্যাব-১২ এক সাঁড়াশি অভিযান চালিয়ে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পাঁচমাইল নামকস্থান থেকে ২’শ ৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসানকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-১২ এর নায়েব সুবেদার আক্তারুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জাহিদ হাসানকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন