সরকারি অনুদানের ছবি দাওয়াল এ নাম ভুমিকায় অভিনেতা শাহাদৎ | Daily Chandni Bazar সরকারি অনুদানের ছবি দাওয়াল এ নাম ভুমিকায় অভিনেতা শাহাদৎ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:০৮
সরকারি অনুদানের ছবি দাওয়াল এ নাম ভুমিকায় অভিনেতা শাহাদৎ
ষ্টাফ রিপোর্টার

সরকারি অনুদানের ছবি দাওয়াল 
এ নাম ভুমিকায় অভিনেতা শাহাদৎ

বগুড়ার অন্যতম অভিনেতা শাহাদৎ হোসেন আবারো চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ছেন। সরকারি অনুদানের ছবিসহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। করছেন নিয়মিত মঞ্চে অভিনয়। এই শক্তিমান অভিনেতা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন। 

বগুড়া থিয়েটারের নির্বাহী সদস্য ও অভিনেতা শাহাদৎ হোসেন জানান, স্বনামধন্য পরিচালক পিকলু চৌধুরী এবার সরকারি অনুদানে ছবি ‘দাওয়াল’ চলচ্চিত্র নির্মাণ করছেন। যার নাম ভুমিকায় অভিনয় করছেন তিনি নিজেই (শাহাদৎ হোসেন)। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাওয়াল আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় খাদ্য সমস্যা দেখা দিয়েছিল কয়েকটা জেলায়, বিশেষ করে ফরিদপুর, কুমিল্লা, ঢাকা জেলার মানুষ বিপদের সম্মুখীন হয়েছিল। এসব জেলার লোক খুলনা ও বরিশালে ধান কাটার মৌসুমে দল বেধে দিনমজুর হিসাবে যেত। তারা ধান কেটে মালিকের ঘরে উঠিয়ে দিত এবং একটা অংশ তারা নিজেদের ঘরে নিয়ে আসতো। তাদের বলা হতো দাওয়াল। এই ধানের জন্য বসে থাকতো তাদের পরিবার, তৎকালীন সরকার এই নিয়মে বাধা দিয়ে ধান নিয়ে যাওয়া বন্ধ করে দেয়। এরই প্রতিবাদ করে আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু। এই সত্য ঘটনার কাহিনি নিয়েই নির্মিত হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘দাওয়াল’। এই দাওয়াল চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন শাহাদৎ হোসেন। তিনি ছাড়াও আরো অভিনয় করছেন সমু চৌধুরী, শ্যামল জাকারিয়া, সৌম্য, দিলারা জামানসহ দেশের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীগণ। আগামী ১৭ মার্চ ছবির শুটিং শুরু হবে খুলনা বরিশালের বিভিন্ন লোকেশনে। তিনি জানান আরো কয়েকটি চলচ্চিত্রে তিনি কাজ করছেন। 
শক্তিমান অভিনেতা শাহাদৎ হোসেন জানান, বগুড়া শহরের মাটিডালি এলাকার বাসিন্দা তিনি ১৯৯৩ সালে বগুড়া থিয়েটারের নাট্যজীবন শুরু করেন। বগুড়ার মঞ্চে নাটকে কাজ করতে করতে তিনি ঢাকায় বিভিন্ন চ্যানেল, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। বগুড়া থিয়েটারে তার প্রথম নাটক ছিল পাথর। পাথর নাটকে অভিনয় করে তিনি দর্শক নন্দিত হন। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মাঝে ব্যবসায়িক কারণে টানা ৬ বছর বিরতী দেন অভিনয়ে। অভিনয় থেকে দূরে থাকার পর আবারো মঞ্চ ও টিভি মাধ্যমে ব্যস্ততা বাড়িয়েছেন। সাম্প্রতি তিনি নিশো আল মামুনের রচনা ও হোসনে মোবারক রুমীর পরিচালনায় ১ ঘন্টার নাটক ‘তবুও জীবন ’ এর শুটিং শেষ করেছেন। তার অভিনীত উল্লেখযোহ্য নাটকের মধ্যে রয়েছে ঘর জামাই, যাদুকর, আগান্তুক, পাশাপাশি। এছাড়াও সঙ্খনাথ, বাঁশি, রুপান্তর, অপেক্ষাসহ প্রায় ১২টির মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সবগুলো মাধ্যমে অভিনয় করে সুনাম করেছেন। ২০১৯-২০২০ অর্থ বছরে মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এবং হোসনে মোবারক রুমির পরিচালনায় বাংলা চলচ্চিত্র অন্থ্যোষ্টি ক্রিয়ায় শুটিং শেষ করেছেন। একই সঙ্গে অভিনেতা শাহাদৎ হোসেন এলগো পানির পাম্প নামে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এছাড়া রওশন আলী চানাচুরের বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। মঞ্চের দক্ষ এই কর্মী বগুড়া থিয়েটার থেকে বেড়ে উঠে এখন দেশের মিডিয়াতে সুনাম করে যাচ্ছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন