বগুড়ায় আসছেন দেশবরেণ্য তবলা বাদক এনামুল হক ওমর | Daily Chandni Bazar বগুড়ায় আসছেন দেশবরেণ্য তবলা বাদক এনামুল হক ওমর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:৩৭
বগুড়ায় আসছেন দেশবরেণ্য তবলা বাদক এনামুল হক ওমর
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আসছেন দেশবরেণ্য
তবলা বাদক এনামুল হক ওমর

একদিনের তবলা বাদন শৈলীর কর্মশালা পরিচালনা করতে বগুড়ায় আসছেন দেশবরেণ্য তবলা বাদক এনামুল হক ওমর। বগুড়া শহরের শেরপুর রোডের খন্দকার পাড়ায় প্রাপ্তি মিউজিক এন্ড আর্টস্ একাডেমীতে আগামী শনিবার দিনব্যাপী তবলা বাদনে বিশেষ কর্মশালা পরিচালনা করবেন বগুড়ার কৃতি সন্তান ওমর।

জানা যায়, গত পহেলা ফেব্রুয়ারী থেকে উক্ত কর্মশালায় অংশগ্রহণের জন্যে ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মশালাটি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা আবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে যেখানে সঙ্গীত শিল্পীরাও রেজিস্ট্রেশন করে সম্যক ধারণা নিতে পারবেন তাল ও লয় বিষয়ে। অংশগ্রহণকারীদের অবশ্যই সঙ্গে তবলা টুগি আনার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন