৯৯৯-এ ফোনঃ বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটক ১০ | Daily Chandni Bazar ৯৯৯-এ ফোনঃ বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটক ১০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৪৯
৯৯৯-এ ফোনঃ বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটক ১০
ষ্টাফ রিপোর্টার

৯৯৯-এ ফোনঃ বগুড়ায়
আবাসিক হোটেল থেকে আটক ১০

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আকষ্মিক অভিযানে এক আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড়ের টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আটক নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায়। পুরুষদের সবার বাড়ি বগুড়াতেই।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ এ কল আসে শহরের মাটিডালির এক আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কাজ চালানো হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন