শিবগঞ্জে বিএনপির নেতা কর্তৃক জোরপূর্বক ভাটার জায়গা দখল ভাড়ার টাকা না পাওয়ায় মালিকসহ দুই ভাইকে মারপিট | Daily Chandni Bazar শিবগঞ্জে বিএনপির নেতা কর্তৃক জোরপূর্বক ভাটার জায়গা দখল ভাড়ার টাকা না পাওয়ায় মালিকসহ দুই ভাইকে মারপিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৪
শিবগঞ্জে বিএনপির নেতা কর্তৃক জোরপূর্বক ভাটার জায়গা দখল ভাড়ার টাকা না পাওয়ায় মালিকসহ দুই ভাইকে মারপিট
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে বিএনপির নেতা কর্তৃক জোরপূর্বক ভাটার জায়গা দখল 
ভাড়ার টাকা না পাওয়ায় মালিকসহ দুই ভাইকে মারপিট

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম পৌর এলাকার ভূরঘাটায় তার স্থাপিত এম.এস.সি মার্কা ইট ভাটার ইট তৈরির জায়গা সনপত্তন নিয়ে সময় মতো টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করায় জমির মালিক কর্তৃক দখলীয় অভিযোগ এনে জায়গা থেকে উচ্ছেদের সময় দিয়ে ব্যর্থ হয়ে টাকা চাহিতে গেয়ে অপমানিত হওয়ায় বাকবিতন্ডার একপর্যায়ে ব্যাপক সংঘর্ষর ঘটনা ঘটে। এতে করে দুই পক্ষের মারপিটে একপর্যায়ে বিএনপি নেতা উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ এর প্রভাষক শরিফুল ইসলাম শরিফ ও তার ছোট ভাই আরিফ সরকারকে মারপিট করার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় ভূরঘাটা গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে ফুল মিয়া, তার ছেলে আশরাফ হোসেন ও তোতা মিয়া সহ তার আত্মীয় স্বজন ভাটা মালিকের কাছে জমি পত্তনের টাকা চাহিতে গেলে তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত প্রভাষক শরিফুল ইসলাম শরিফ ও তার ছোট ভাই আরিফ সরকার গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শরিফুল ইসলাম সরকার বলেন, ভাটার এরিয়ায় ফুল মিয়ার ১৩ শতক জমি রয়েছে। প্রতি বছর ৭ হাজার টাকা করে জমির সন পত্তনের টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা মোটা অংকের টাকা দাবী করলে তাদের কথায় কোন কর্ণপাত না করার কারণে উত্তেজিত হয়ে তারা আমাকে ও আমার ছোট ভাইয়ের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে। প্রতিপক্ষ ফুল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে ইট তৈরির কাজ পরিচালনা করে আসছে। আমরা টাকা চাইতে গেলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি ও লাঞ্চিত করে। 
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এঘটনায় একিট অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন