ভারতের মহারাষ্ট্রে গাড়ির ধাক্কায় পাঁচজন নারী নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১১টার দিকে পুণের শিরোলি গ্রামে কাছে এ দুর্ঘটনা ঘটে । দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ বলছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে রান্নার কাজে যাচ্ছিলেন ১৭ জন নারী। পুণে-নাসিক হাইওয়ের পাশে একটি ম্যারেজ হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারা পুণে থেকে ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাতে হাইওয়ে পার হচ্ছিলেন তারা। তখনই একটি গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
খেড় থানার এক কর্মকর্তা জানান, গাড়িটি ধাক্কা দেওয়ার পর চালক দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন ২ জন। বাকি আরও আহত ৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
সূত্র: আনন্দবাজার
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন