গত বছরের ২৭ ডিসেম্বর, এসময় হিজরতের উদ্দেশ্যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন এক তরুণ।
সবশেষ ২৬ বছর বয়সী এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে থানায় নেয় উত্তরখান পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা চুরি করে আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় যোগ দিতে তিনি ঘর ছেড়েছিলেন। এরপর রাজধানীর বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন এই তরুণ। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান।
এরপর ওই তরুণ উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন, কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন