দুপচাঁচিয়ায় ২১ফেব্রুয়ারি ও ৭ই মার্চ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ২১ফেব্রুয়ারি ও ৭ই মার্চ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৮
দুপচাঁচিয়ায় ২১ফেব্রুয়ারি ও ৭ই মার্চ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ২১ফেব্রুয়ারি ও ৭ই মার্চ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর হক, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, দুপচাঁচিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর আব্দুস সালাম আলম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স,  উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন