নন্দীগ্রামে সাংবাদিক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আহত | Daily Chandni Bazar নন্দীগ্রামে সাংবাদিক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:১৯
নন্দীগ্রামে সাংবাদিক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আহত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে সাংবাদিক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আহত

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য, সাংবাদিক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সোমবার  ১৩ (ফেব্রুয়ারি) রাত ৯টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম-ওমরপুর সেলিনা ফিলিং স্টেশনের সামনে সড়ক ঘেঁষে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং রেখে হোটেলে বসে ছিল চালক এবং হেলপার। সড়কে চলন্ত যানবাহন মোটরসাইকেলের দিকে চাপ নিলে সড়কের পাশের থামিয়ে রাখা কাভার্ডভ্যানে  মোটরসাইকেলের ধাক্কা লাগে এতে করে গুরুতর আহত হয় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য, সাংবাদিক আব্দুল হাকিম তাকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বগুড়া নাটোর মহাসড়কে রাস্তা ঘেঁষে ট্রাক পাকিং করার কারনে বেশ বিগত দিনে কয়েকটি প্রাণও ঝরে গেছে তবুও টনক নড়েনি কর্তৃপক্ষের।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন