
বগুড়ার শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র বার্ষিক সাধারণ সভা শেষে নতুন করে কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোমেনুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক।
এর আগে সোমবার রাতে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোমেনুর রহমান বিদ্যুৎ। এতে গত অর্থবছরের কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন করেন। বিস্তারিত আলেচনা শেষে তা অনুমোদন করা হয়। পরে সভাপতি বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এবং সর্বসম্মিতক্রমে আগামী ২০২৩-২০২৪ সালের জন্য মোমেনুর রহমান বিদ্যুৎকে সভাপতি ও আব্দুল খালেককে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কুঁড়ি’র নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শামীম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শামীম, অর্থ সম্পাদক মোঃ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সালমা হোসেন ছবি, দপ্তর সম্পাদক আতিকুর রহমান তুষার, প্রচার সম্পাদক জাকি-উল জীবন, প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফসানা সিমি এবং নির্বাহী সদস্যরা হলেন সালমা রহমান রন্টি, সানজিদা নাসরিন, মল্লিকা পারভীন, শারমিন নাহার বাবলি ও অনামিকা রায়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতিক আতিকুর রহমান মিঠু এবং নির্বাচন কমিশনার ছিলেন কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক জি এম সাকলায়েন বিটুল ও কবি সেলিম রেজা কাজল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন