গাবতলীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে মারপিট | Daily Chandni Bazar গাবতলীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে মারপিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১৩
গাবতলীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে মারপিট
আহত-১
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে জমি-জমা সংক্রান্ত 
বিরোধে মারপিট

বগুড়ার গাবতলীতে জমিজমা সংকান্ত ঘটনার জের ধরে এক ঔষধ ব্যবসায়ী কে মারপিট করে হাতের কবজি ভেঙ্গে ফেলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সুখানপুকুর তেলীহাটা গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা পাঁচানীপাড়া গ্রামের মৃত-আলতাব আলী মোল্লার ছেলে ঔষধ ব্যবসায়ী এইচ এম জেলাল গতকাল বাড়ী থেকে মোটরসাইকেলযোগে ফার্মেসীতে যাচ্ছিল। পতিমধ্যে স্থানীয় দৌলতজ্জামান নির্মানাধীন বাড়ীর সামনে পৌঁছিলে ভারাটিয়া সন্ত্রাসীদের সহায়তায় রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রদ্বারা জেলালকে আঘাত করিলে তার ডান হাতের কব্জি, তর্জনী ও মধ্য আঙ্গুল কেটে যায় এবং ডান কাধের হাড় ভেঙ্গে গুরুত্বর আহত হয়। 
এ সময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা ৮৩হাজার টাকা জোর পূর্বক কেড়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত জেলালের ভাই আব্দুর রউফ বাদী হয়ে গতকাল বুধবার একই গ্রামের দৌলতজ্জামান (৫০), মিজানুর রহমান (৩২), তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামের শফিক (২৫), সোনাতলা উপজেলার বালুঘাটি পাড়া গ্রামের রেজাউল করিম (২৮), একই উপজেলার শিহিপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামের তমাল (২৪)কে অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এবিষয়ে একটি এজাহার পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন