তৃতীয় দিনের মতো বিবিসির কার্যালয়ে তল্লাশি | Daily Chandni Bazar তৃতীয় দিনের মতো বিবিসির কার্যালয়ে তল্লাশি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:২১
তৃতীয় দিনের মতো বিবিসির কার্যালয়ে তল্লাশি
অনলাইন ডেস্ক

তৃতীয় দিনের মতো বিবিসির কার্যালয়ে তল্লাশি

ভারতে তৃতীয় দিনের মতো বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কার্যালয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে দেশটির আয়কর কর্মকর্তারা। অভিযান শুরু হওয়ার পর থেকে দিল্লির কার্যালয়ের অন্তত ১০ জ্যেষ্ঠ কর্মী বাড়িতে যাচ্ছেন না। অনেকেই মনে করছেন মোদীবিরোধী তথ্যচিত্র নির্মাণ করায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর সিএনএনের।

অভিযান চলাকালে আয়কর কর্মকর্তারা বিবিসির কর্মীদের কাছ থেকে আর্থিক তথ্য সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন নথি সংগ্রহ করছেন।

দিল্লির বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতিদিনের মতোই সংবাদ সম্প্রচার করছে এবং অনেক কর্মী বাড়ি থেকে কাজ করছেন।

গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির আলোচিত ওই তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পরেই এ ঘটনা ঘটলো। গুজরাটে ২০০২ সালে মুসলিমবিরোধী দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ঘিরে ওই তথ্যচিত্র তৈরি করা হয়। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী।

এরই মধ্যে আয়কর কর্মকর্তাদের অভিযানের পরিপ্রেক্ষিতে বিবিসি ভারতে কর্মরত কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে সম্প্রচার বিভাগ ছাড়া বাকি সবাইকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেয়।

স্থানীয় সময় গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন