
বগুড়ায় পুলিশের চেকপোস্টে বার্মিজ চাকুসহ হাসান মিয়া (২৪) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
হাসান মিয়া সদর উপজেলার পাঁচবারিয়া গ্রামের মোবারক আলীর ছেলে।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
পুলিশের এ কর্মকর্তা জানান, আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও অমর ২১ শে ফ্রেব্রুয়ারিকে ঘিরে নিরাপত্তা নির্বিঘ্ন করতে শহর জুড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নামাজগড় এলাকায় চেকপোস্টে তল্লাশি চলাকালে চাকুসহ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা আরো তিন জনকে আটক করা হয়েছিল। তারা কলেজ ছাত্র হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি নূরে আলম আরও জানান, বগুড়া শহরের সাতটি পুলিশ ফাঁড়ি নিজ নিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজ করছে। পাশাপাশি থানার কয়েকটি দল শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কাজ করছে আইনশৃঙ্খলারক্ষাসহ শহরের পরিবেশ শান্ত রাখতে তারা সচেষ্ট আছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন