আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে আগামীর স্মার্ট বাংলাদেশের- এসপি সুদীপ | Daily Chandni Bazar আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে আগামীর স্মার্ট বাংলাদেশের- এসপি সুদীপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪৪
আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে আগামীর স্মার্ট বাংলাদেশের- এসপি সুদীপ
অনলাইন ডেস্ক

আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে
আগামীর স্মার্ট বাংলাদেশের- এসপি সুদীপ

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট ও সমৃদ্ধ সোনার বাংলাদেশের নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বর্তমান প্রজন্মের সকলে। সেই স্বপ্নপূরণে কাজ করার লক্ষ্যে তাই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অন্তরে জাগ্রত করতে হবে প্রকৃত দেশপ্রেমকে।

বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে এসপি সুদীপ আরো বলেন, শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর পরিবারের পরে এই গুরুদায়িত্ব পালন করবে শিক্ষকরা। তাই তিনি শিক্ষকদের প্রতি সর্বদা তাদের প্রাপ্য সম্মান প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের আহ্বান জানান। এছাড়াও তিনি প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে মাদক, সন্ত্রা ও  ইভটিজিং এর মতো ঘৃণ্য অপরাধ কে সর্বদা লাল কার্ড প্রদর্শনের কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী এবং অভিভাবক সদস্য সাইরুল ইসলাম। অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার মানবিক বিভাগের ফরম শিক্ষক কাজী মুঞ্জুরুল হক, মোস্তাকিম হোসাইন, বিজ্ঞান শাখার ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, আহসান হাবিব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ কাওছারীন খাতুন। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। পরিশেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন