দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৭
দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

দুপচাঁচিয়ায় উদয়ন একাডেমীর উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ফেব্রুয়ারি শনিবার সকালে একটি চাইনিজ রেস্টুরেন্টে উদয়ন একাডেমীর পরিচালক এম, আমিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া বায়োলজী প্রাইভেট প্রোগ্রামের পরিচালক ও উদয়ন একাডেমীর  তত্ত্বাবধায়ক তাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার এসআই শাহজাহান আলী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, বগুড়া রেটিনা কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোহাম্মাদ ইউনুছ আলী, প্রভাষক হাম্মাদ আলী, উদয়ন একাডেমীর উপদেষ্টা আব্দুল্লাহ আল আরিফ, একাডেমীর সহকারী শিক্ষক সাঈদ হাসান সেকুল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬টি গ্রুপের ৮৫জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন