দুপচাঁচিয়ায় আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৮
দুপচাঁচিয়ায় আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা
অনলাইন ডেস্ক

দুপচাঁচিয়ায় আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলতুন্নেছার অবসরজণিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৮ফেব্রুয়ারি শনিবার সকালে সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও গোবিন্দপুর ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা মজিবর রহমানের পরিচালনায় বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, অফিস সহকারী আকলিমা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী মুর্শিদা বেগম, দলপতি আবু বক্কর ছিদ্দিক, তালোড়া ইউনিয়ন আনসার-ভিডিপির প্লাটুন কমান্ডার তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর ইউনিয়নের প্লাটুন কমান্ডার মোজাম্মেল হোসেন, আবুল কাসেম, শাহাদত আলী, সেলিম হোসেন প্রমুখ। পরে বিদায়ী অতিথিকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন