
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হবে।
বগুড়া শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বইমেলার উদ্বোধন করবেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সভাপতিত্ব করবেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করবেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
বইমেলায় প্রতিদিন বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। এদিকে বইমেলাকে ঘিরে বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসেছে। প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন