নন্দীগ্রামে থানার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মান | Daily Chandni Bazar নন্দীগ্রামে থানার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫৭
নন্দীগ্রামে থানার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মান
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে থানার আদেশ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মান

বগুড়ার নন্দীগ্রামে থানার আদেশকে অমান্য করে জোর পূর্বক ঘর নির্মান করা হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র নুরুল ইসলাম চাপিলাপাড়া মৌজার ২২০ দাগের ৩৫ শতক পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তির বিষয় নিয়া একই গ্রামের মৃত অবে মন্ডলের পুত্র খোরশেদ আলী, হালিম, আজিম হোসেন হঠাৎ করেই জোর পূর্বক ঘর নির্মানের চেষ্টা করে। এসময় নুরুল ইসলাম ঘর নির্মান কাজে বাধা দিতে গেলে নুরুল ইসলামকে মারপিট সহ নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে। পরে গত (১১ফেব্রয়ারি) নুরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এসআই আলামিনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসআই আলামিন (১২ফেব্রয়ারি) সকাল ১০ টায় উভয়পক্ষকে থানায় ডাকে।  বিবাদী আব্দুল গফুর উক্ত ভিটার কোনো দলিল বা কাগজপত্র দেখাতে পারেনা, তখন বৈঠকের মাধ্যমে আব্দুল গফুরকে নুরুল ইসলামের নিকট থেকে ৩শতক জায়গা ক্রয় করিয়া নিয়ার জন্য সিন্ধান্ত গ্রহণ করা হয়, এবং স্থানীয় মেম্বারের মাধ্যমে নালিশী জায়গা আমিন দারা মাপজোগ করে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে আব্দুল গফুর জায়গাটি ক্রয় না করেই জোর পূর্বক দখল করে চারিপার্শ্বে টিনের বেড়া দিয়ে ঘর নির্মান করে। এবিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবিষয়ে থানার এসআই আলামিনের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিনিধিকে জানান, নুরুল ইসলামকে বিজ্ঞ আদালতের আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন